• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪  

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ ইমরান। গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ সেপ্টেম্বর মারা যান। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। চলতি সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৭ জন। ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

দৈনিক জামালপুর