• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চালু হচ্ছে `প্রধান বিচারপতি পদক`

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২  

সততা, মেধা ও যোগ্যতা বিবেচনায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজের স্বীকৃতি দিতে 'প্রধান বিচারপতি পদক' চালু করছে সুপ্রিম কোর্ট।

সেজন্য আপিল বিভাগের একজন বিচারককে সভাপতি করে হাই কোর্ট বিভাগের আরও পাঁচ বিচারককে নিয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে আছেন হাই কোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মো. আখতারুজ্জামান।

এ কমিটি ‘প্রধান বিচারপতি পদক’ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের পাশাপাশি পদকের জন্য ব্যক্তি বাছাইয়ের কাজও করবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সততা, মেধা-যোগ্যতা ও কাজের স্বীকৃতি দিতে পদক চালুর আশ্বাস দিয়েছিলেন প্রধান বিচারপতি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর