• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মুফতি ইব্রাহিমের দুই মামলার প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের দুই মামলায় প্রডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। ফলে তার মুক্তিতে আর বাধা থাকছে না তার।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার পৃথক দুটি মামলায় পিডব্লিউ প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম ও মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকী এ আবেদন মঞ্জুর করেন। 
এই দুই মামলায় মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জামিনে ছিলেন। কারাগারে আটক থাকায় এই মামলায় পিডব্লিউ ছিল।

এদিকে সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকারের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দোষ স্বীকার করেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত যে কারাভোগ করেছেন, তা সাজা হিসেবে নেন আদালত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর