• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

অভিভাবক হিসেবে এখন থেকে মায়ের নাম লিখা যাবে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

সন্তানের পরিচয় দিতে শিক্ষাসহ প্রয়োজনীয় সবক্ষেত্রে ফরম পূরণের জন্য বাবা অথবা মা আইনগত অভিভাবক হিসেবে থাকতে পারবেন। এখন থেকে এসএসসি-এইচএসসি পরীক্ষা, পাসপোর্টসহ সব ধরনের ফরম পূরণে অভিভাবক হিসেবে বাবা অথবা মার নাম উল্লেখ করা যাবে। অভিভাবক হিসেবে এতদিন শুধু বাবার নাম দেয়ার সুযোগ ছিল।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দেয়া সংক্রান্ত রিটের শুনানি নিয়ে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট আইনুন্নাহার লিপি ও অ্যাডভোকেট আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।


রায় ঘোষণার পরে রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট আয়েশা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, এই রায়ের ফলে এসএসসি-এইচসি পরীক্ষা ও পাসপোর্টের ফরমসহ সব ধরনের ফরম পূরণে বাবা অথবা মা অথবা অথবা আইনগত অভিভাবকের নাম লেখা যাবে। তাই এখন থেকে অভিভাবক হিসেবে শুধু মায়ের নাম লিখেও ফরম পূরণ করা যাবে।


গত ১৬ জানুয়ারি এ সংক্রান্ত রিটের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছিলেন আদালত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর