• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিচার বিভাগ শক্তিশালী করা নাগরিক দায়িত্ব: প্রধান বিচারপতি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগকে সংরক্ষণ, হেফাজত ও শক্তিশালী করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এটা একা কারো পক্ষে সম্ভব না। আমরা অসহিষ্ণু না হয়ে ধৈর্য ধারণ করে আইনের মধ্যে থেকে বিচার বিভাগকে গতিশীল করবো।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি বিভিন্ন আইনজীবী সমিতির সঙ্গে আদালতের অপ্রীতিকর ঘটনার প্রতি ইঙ্গিত করে প্রধান বিচারপতি বলেন, আমরা কেন যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। এ অসহিষ্ণুতা আমাদের পরিত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, আইনজীবী ও বেঞ্চ (আদালত) হলো একটি পাখির দুটি ডানা। একটি ব্যর্থ হলে আরেকটির পতন হবে। বার বেঞ্চকে সম্মান করবে, বেঞ্চ আইনজীবীদের সম্মান করবে।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, কে দোষী আর কে নির্দোষ তা বলতে চাই না। শুধু বলতে চাই, আমরা এমন কোনো আচরণ করবো না যাতে বিচার বিভাগ, বিচারপ্রার্থী ও এ দেশের ১৭ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর