• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আইন কমিশনের সদস্য হলেন বিচারপতি আবু বকর সিদ্দিকী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের কমিশন আইনের ৫ উপধারার (৩) ক্ষমতাবলে রোববার তাকে এ নিয়োগ দিয়েছে সরকার। 

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত পদে থাকাকালীন তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। 

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ জুলাই ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান এই বিচারপতি। বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই। তারা আপিল বিভাগের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। 

বাংলাদেশের ইতিহাসে আপন দুই ভাইয়ের এক সঙ্গে আপিল বিভাগের বিচারপতি পদে থাকা এ প্রথম কোনো ঘটনা ছিল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর