• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দিলেন যারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, ২ যুবকের যাবজ্জীবন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন – জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূইয়া বাবু (৩৬)।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ।

মামলার নথিসূত্রে পিপি রকিবউদ্দিন আহমেদ জানান, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা থেকে রাত ১০টার যে কোনো সময়ে রুপগঞ্জ থানার পূবেরগাও এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের ১৩ নভেম্বর রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। মামলাটির বিচার চলাকালে বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ৫ জন সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায়ে সজিব ভূইয়া বাবুকে ও জাফর ইসলাম রিজভীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর