• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কাল নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের নৃত্য উৎসব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের উদ্যোগে বরেণ্য মনিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমানের পরিকল্পনায় আগামীকাল বুধবার, সন্ধ্যা ৭ টায় রাজধানীর নিউ বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নৃত্যসুধা (গুরু শিষ্য পরম্পরা) উৎসবের আয়োজন করা হয়েছে। সংগঠনের এটি প্রথম আয়োজন।
এতে একই মঞ্চে বরেণ্য কত্থক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, মনিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমান, ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও ভরতনাট্যম নৃত্যশিল্পী বেলায়েত হোসেন খান এবং তাদের একঝাঁক শিষ্য মঞ্চে নূপুরের গল্প  ফোটাবেন নৃত্যের মধ্যে দিয়ে।
একক ও দলীয় পরিবেশনায় দর্শনার্থীরা একসঙ্গে উপভোগ করতে পারবেন শাস্ত্রীয় নাচের চারটি ধারার নৃত্য।
ওডিশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রামের মিডিয়া পর্ষদ প্রধান অভ্র বড়ুয়া এমনটি নিশ্চিত করেছেন। তামান্না রহমান জানান, দর্শনার্থীরা দর্শনীর বিনিময়ে এই মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর