• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রাঙ্গামাটিতে ৫ দিনব্যাপী বৈসাবী মেলা শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩  

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় ও  সামাজিক  উৎসব বৈসাবী উপলক্ষে রাঙ্গামাটিতে ৫ দিনব্যাপি বৈসাবী মেলার উদ্বোধন করা  হয়েছে। 
সোমবার  বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে ফেস্টুন ও বেলুন উড়িয়ে বৈসাবি মেলার উদ্বোধন করেন  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন রাঙ্গামাটি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমুখ।
এসময়  জেলার সরকারী-বেসরকারী  বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈসাবী  মেলা উপলক্ষে ইনস্টিটিউট প্রাঙ্গনে  প্রায় ৩ শতাধিক স্টলে  পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিভিন্ন দ্রব্য, অলঙ্কার এবং বস্ত্র প্রদর্শিত হচ্ছে।
মেলা উদ্বোধনের আগে রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনস্টিটিউট পর্যন্ত একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর