• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সলপে জনগনের মাঝে চেয়ারম্যান শওকাত ওসমানের মাস্ক বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট, জনসমাগম স্থান ও দোকানের ক্রেতা - বিক্রেতার মধ্যে করোনা প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমানের ধারাবাহিক মাস্ক বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।  গত বুধবারেও ইউনিয়নের কিশোবগঞ্জ বাজারে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। 

 

চেয়ারম্যান শওকাত ওসমান জানান, বিশ্বের সঙ্গে বাংলাদেশেও করোনার প্রাদুভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের পরামর্শে এলাকার বিভিন্ন স্থানে জনগনকে করোনা প্রতিরোধ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার সলপ ইউনিয়নের কিশোবগঞ্জ বাজারে দোকানী, ক্রেতা-বিক্রেতা, ভ্যান- রিকশা ও ট্রাক চালক এবং সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এই ইউনিয়নের জন সাধারণের মাঝে প্রায় ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার মাস্ক বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, দূর্গানগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ফারুক আহমেদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর