• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪  

শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে জেলায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে বিভিন্ন  কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আগামী সোমবার জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারহাটে রাঁধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার শুরুতে মঙ্গলাচরণ অনুষ্ঠানের কমর্সূচি রাখা হয়েছে।
দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া রাজারহাট রাঁধাগোবিন্দ মন্দিরে বিকাল ৫টায় ধর্মীয় আলোচনা ও গীতাপাঠ এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এ উপলক্ষে সুনিল কুমার চক্রবর্তীকে সভাপতি এবং সুমন দাসকে সদস্য সচিব করে ১১ সদস্যের শুভ জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
এদিকে রায়েরকাঠী এবং পালপাড়া ইসকন মন্দিরসহ জেলার বিভিন্ন এলাকার শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠান করা হবে। উদযাপন পরিষদের সভাপতি সুনিল কুমার চক্রবর্তী জানান- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবার এই জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হবে।

দৈনিক জামালপুর