• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জয়পুরহাটে নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চস্থ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী চক্র যারা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারাই ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে আঁতাত করে এ দেশের মুক্তিকামী নিরিহ মানুষকে হত্যা করেছিল। সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করা এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সর্বস্ব হারানোর বেদনা ও জীবন কাহিনী নিয়ে রচিত নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চায়ন করা হয়।

 

শনিবার রাত ৮টায় নবনাট্য সংঘ জয়পুরহাট জেলা শাখা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করে।

 

এস এম সোলায়মান রচিত ও লালন হোসেনের পরিচালনায় নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লালন হোসেন, তপন বর্মন, বীরেন চন্দ্র পাহান, শাহরিয়াদ, ইশরাত জাহান কুমকুম, রুম্মান, আহানুর, উৎস ঘোষ, ফাহিম, শ্রাবন, অয়ন, উদয়, বেলী ও তাসলিম তিবাত।

 

এর আগে বাংলাদেশের মানচিত্রে প্রদীপ প্রজ্জলন ও মুক্তিযুদ্ধের গল্পবলা কর্মসূচীর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু। নবনাট্য সংঘ জয়পুরহাট জেলা শাখার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজা চৌধুরী।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নাটকটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর