মাছের আঁশ আনছে ডলার, রপ্তানিতে সম্ভাবনা
দৈনিক জামালপুর
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২

মাছের আঁশ সাধারণত উচ্ছিষ্ট বা বর্জ্য হিসেবে বিবেচনা করে ফেলে দেওয়া হয়। সেই আঁশ এখন দেশে বৈদেশিক মুদ্রা আনতে শুরু করেছে, যা দিন দিন বাড়ছে। প্রতিবছর ২০০ কোটি টাকার বেশি মাছের আঁশ রপ্তানি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেড় দশক আগে মাছের আঁশ রপ্তানি শুরু হয়।
এখন শুধু চীনেই প্রতিবছর প্রায় তিন হাজার টন আঁশ রপ্তানি করা হচ্ছে। চীন আবার মাছের আঁশ জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে রপ্তানি করে। মাছের আঁশ থেকে কোলাজেন ও জেলাটিন পাওয়া যায়, যা ওষুধ, প্রসাধনসামগ্রী ও সম্পূরক খাবার তৈরিতে ব্যবহার করা হয়।
মাছের আঁশ বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় অনেক উদ্যোক্তাই এখন মাছের আঁশ সংগ্রহ ব্যবসা শুরু করেছেন। দেশে কয়েক হাজার মানুষ আঁশ সংগ্রহের কাজে যুক্ত। ফলে দেশের প্রায় প্রতিটি বাজারে মাছ কাটার পর আঁশ সংগ্রহ করার প্রবণতাও বেড়েছে।
গত রবিবার রাজধানীর সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মাছ কাটার পেশায় নিয়োজিতদের মধ্যে সবাই মাছ কাটার পর আঁশ সংগ্রহ করে রাখছেন। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, পরে আঁশগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করেন তাঁরা। সাধারণত মাসের শুরুর দিকে তাঁরা ৬০ টাকা কেজি দরে নির্দিষ্ট ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। কেউ কেউ মাস শেষে ৮০ থেকে ১০০ কেজির মতো আঁশও বিক্রি করছেন। এতেই মাস শেষে অনেকের বাড়তি আয় হয় পাঁচ-ছয় হাজার টাকা।
কারওয়ান বাজারে মাছ কাটার কাজ করেন আবু সালেক। তাঁর স্ত্রীও একই কাজ করেন। সালেক বলেন, ‘সাত বছর ধরে এখানে মাছ কাটছি। আগে মাছের আঁশের কোনো দাম ছিল না। মাছ কাটার পর এগুলো জমিয়ে ফেলে দিতাম। তবে কয়েক বছর ধরে আঁশ জমিয়ে শুকিয়ে রাখি। আগে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করলেও এখন ৬০ থেকে ৬৫ টাকা করে পাচ্ছি। ’ তিনি বলেন, ‘স্ত্রীকে সঙ্গে নিয়ে মাছ কেটে আমি দিনে এক হাজার টাকা পাই। পাশাপাশি দিনে চার-পাঁচ কেজি করে মাছের আঁশও জমাতে পারছি। এতে মাস শেষে বাড়তি টাকা পাচ্ছি। ’
কারওয়ান বাজারে রেললাইনের পাশের বাজারে মাছ কাটা শেষে আঁশ পরিষ্কার করছিলেন অনু দাস। স্বামীসহ তিনি মাছ কাটার কাজ করেন। এক বছর ধরে এই কাজ করছেন তাঁরা।
অনু দাস বলেন, ‘গত মাসে আমরা দুজনে ৮০ কেজির মতো মাছের আঁশ বিক্রি করেছি। আর দিনে মাছ কেটে ৮০০ থেকে ৯০০ টাকার মতো আয় করতে পারি। ’
২০০৬ সাল থেকে মাছের আঁশ নিয়ে পাইকারি ব্যবসা করছেন সোহেল রানা। তিনি প্রায় সারা দেশ থেকে আঁশ সংগ্রহ করেন। এরপর রপ্তানির জন্য পৌঁছে দেন চট্টগ্রাম বন্দরে। জানতে চাইলে সোহেল রানা বলেন, ‘আমি দেশের আট বিভাগ থেকেই মাছের আঁশ সংগ্রহ করি। প্রতিটি জেলায় আমার প্রতিনিধি আছেন। মাসে ১০ থেকে ১৭ টন পর্যন্ত মাছের আঁশ সংগ্রহ করে কেজিতে পাঁচ-ছয় টাকা লাভে রপ্তানির জন্য দিয়ে থাকি। ’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রতিবছর দেশে মাছের চাহিদা ৩৮ লাখ টন। এসব মাছের অন্তত ৪০ শতাংশের বহিরাবরণই আবৃত থাকে রুপালি আঁশে। কাটার সময় এই আঁশ ছাড়ানো হয়। পুরো দেশের হিসাব ধরলে খুব কম ক্রেতাই বাজার থেকে মাছ কেটে বাসায় নেয়। তাই মাছের আঁশের পুরো অর্থমূল্য পাওয়া যায় না।
জানতে চাইলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপপ্রধান মো. মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশি মাছের আঁশের বেশ চাহিদা রয়েছে বিশ্ববাজারে। আমাদের দেশে আঁশের প্রক্রিয়াজাতকারী কোনো প্রতিষ্ঠান নেই। চীন আমাদের রপ্তানি করা আঁশ প্রক্রিয়াজাত করে জাপানসহ বিভিন্ন দেশে পাঠাচ্ছে। ’
আঁশ রপ্তানিতে সম্ভাবনা
দেশে আঁশ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান স্থাপন করা গেলে রপ্তানি ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তাদের সমীক্ষায় দেখিয়েছে, বর্তমানে রপ্তানিকারক কয়েকটি প্রতিষ্ঠান প্রতিদিন বিভিন্ন বাজার থেকে প্রায় ১০ টন করে মাছের আঁশ সংগ্রহ করে থাকে। এতে প্রতি মাসে প্রায় ৩০০ টন মাছের আঁশ রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। তবে স্থানীয় বাজারে পাওয়া মাছের আঁশ সম্পূর্ণরূপে রপ্তানি উপযোগী করা গেলে এর পরিমাণ মাসে দাঁড়াতে পারে ৭৫০ টনে।

- রেমিট্যান্সের পর চমক দেখাচ্ছে রপ্তানি আয়ও
- সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সংসদে
- জানুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার
- সার-বীজ-কৃষি উপকরণের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী
- মুজিবনগর বিশ্ববিদ্যালয় বিল পাস
- রমজানের পণ্যের জন্য পর্যাপ্ত এলসি খোলা হয়েছে
- আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চালু এ বছরই: সেতুমন্ত্রী
- স্পিকারের সঙ্গে নর্ডিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
- ৫০ হাজার বছর পর আবারও দেখা যাবে ‘সবুজ ধূমকেতু’
- পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে ১৪ শতাংশের বেশি
- এক সন্ধ্যায় শৌখিনের দুই নাটক
- ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ, রিজার্ভ বেড়ে ৩২.৬৯ বিলিয়ন ডলার
- চাকরি দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
- লিওনেল মেসির ৪২ কোটি ভক্ত
- সেপ্টেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
- দেশের অপ্রতিরোধ্য অগ্রগতি আর কেউ রুখতে পারবে না: প্রধানমন্ত্রী
- আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা ৭ ফেব্রুয়ারি
- বঙ্গভবনে রাষ্ট্রপতির সচিবের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন
- কোমর ভাঙলেও বিএনপির ষড়যন্ত্র থেমে নেই : তথ্যমন্ত্রী
- দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর
- জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে আন্দোলন করে লাভ হবে না: প্রধানমন্ত্রী
- বড়শিলা গ্রামে ড্রেন পুন:খননে বাঁধা, বোরো চাষ নিয়ে বিপাকে কৃষক
- গাজায় ইসরায়েলি বিমান হামলা
- কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৪
- লক্ষ্মীপুরে চালু হলো প্রবাসী হেল্প ডেস্ক
- টাঙ্গাইল পৌর এলাকা পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে শোভাযাত্রা
- পিরোজপুরে প্রতিবন্ধীদের মধ্যে ৩৯টি হুইল চেয়ার বিতরণ
- ছদ্মবেশে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করলো পুলিশ
- মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত মজিদ মাদারীপুরে গ্রেফতার
- গোপালপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা
- ৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার
- এলেঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রেজিনার মতবিনিময়
- চলতি বছর চালু হচ্ছে নতুন তিন জোড়া ট্রেন
- ভোলায় তিন ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ
- মামলা ছাড়াই ব্যাংকগুলোর ঋণ অবলোপনের সুযোগ বাড়লো
- রাজধানী সম্প্রসারণে রাজউকের নতুন প্রকল্প: আরও ৫ উপশহর
- দেশের বিভিন্ন জায়গায় আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
- ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সব ধরনের প্রস্তুতি
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিনই দেওয়া যাবে বায়োমেট্রিক
- ৪৩ হাজার কৃষক পেলেন সার-বীজ
- পদ্মা সেতুর উপর দিয়ে জাজিরার সবজি যাচ্ছে সুইজারল্যান্ডে
- ‘স্মার্ট এয়ারলাইন’ হতে বিমান বাংলাদেশের পরিকল্পনা
- ঢাকায় আসবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা!
- এ বছর তিন জোড়া নতুন ট্রেন চালু হবে
- চট্টগ্রাম বন্দরে ভিড়বে ১০ মিটার গভীরতার জাহাজ
- ভোগ্যপণ্যের জন্য এলসি খুলতে সহায়তা দেবে বাণিজ্য মন্ত্রণালয়
- ২৩ ফেব্রুয়ারির মধ্যেই পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন
- পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- নির্বাচন পর্যন্ত বিএনপি আন্দোলন আন্দোলন খেলা করবে- কৃষিমন্ত্রী
- নির্বাচনে জয়ী না হলে জনতার কাতারে চলে যাব: প্রধানমন্ত্রী
