• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

‘গ্রিন ফ্যাক্টরি’ স্বীকৃতি পেল আরো ২ কারখানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

চলতি বছর লিড সার্টিফাইড সবুজ কারখানা (গ্রিন ফ্যাক্টরি) হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের আরো দুটি কারখানা। এ নিয়ে সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ১৮৬ তে।
সোমবার তৈরি পোশাক রফতানিকারক মালিকদের সংগঠন- বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন স্বীকৃতিপ্রাপ্ত কারখানা দুটি হলো- জে এল ফ্যাশনস লিমিটেড ও জেএল অ্যাডমিন অ্যান্ড ডে কেয়ার ব্লেজার। এর মধ্যে প্রথমটি ৮৪ পয়েন্ট ও দ্বিতীয় কারখানাটি ৮০ পয়েন্ট পেয়ে প্লাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। প্রথম কারখানাটি গাজীপুরের বানিয়ারচালায় ও দ্বিতীয়টি গাজীপুরের মাওনা এলাকায় অবস্থিত।

নতুন দুই কারখানাসহ মোট ১৮৬টি স্বীকৃতিপ্রাপ্ত কারখানার মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে ৬২টি, গোল্ড ক্যাটাগরিতে সর্বোচ্চ ১১০টি, সিলভার ক্যাটাগরিতে ১০টি এবং সাধারণ স্বীকৃতিপ্রাপ্ত কারখানা রয়েছে ৪টি।

নতুন দুই কারখানাসহ জানুয়ারি মাসে মোট ‘গ্রিন ফ্যাক্টরি’ স্বীকৃতিপ্রাপ্ত কারখানা হলো তিনটি। এর আগে, ২২ জানুয়ারি আমানত শাহ ফেব্রিকস লিমিটেড গোল্ড ক্যাটাগরিতে ‘গ্রিন ফ্যাক্টরি’ স্বীকৃতি পায়।

এ বিষয়ে বিজিএমইএ-এর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত বছর আমাদের লিড সার্টিফাইড কারখানার সংখ্যা ছিল ৩০টি। এ বছর জানুয়ারিতে ৩টি কারখানা যুক্ত হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে, আমরা যে ‘গ্রিন ফ্যাক্টরি’ বা টেকসই কারখানা নির্মাণে এগিয়ে যাচ্ছি। অর্থনীতির এ পরিস্থিতিতে এমন স্বীকৃতি আমাদের বায়ারদের আস্থা অর্জনে ও ক্রয়াদেশ প্রাপ্তিতে ভূমিকা রাখবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর