• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

এ মাসেই খুলছে দেশের সব বিশ্ববিদ্যালয়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৭ সেপ্টেম্বরের পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠক শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসন ও ক্লাসে পাঠদান শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৈঠক করেন। এতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি পর্যায়ক্রমে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি মাসের মধ্যে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে গত ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখনো বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর