• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পাবিপ্রবিতে উপ-উপাচার্যের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মাসিক ক্লিন ক্যাম্পাস কর্মসূচির কার্যক্রমের অংশ হিসেবে উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আটটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৫০ জনের অধিক শিক্ষার্থীকে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লেক, কেন্দ্রীয় মাঠ, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন স্থানে জমে থাকা কাগজ, পলিথিন এবং ময়লা পরিষ্কার করেন।

পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ, পাস্ট ডিবেটিং সোসাইটি, অনিরুদ্ধ নাট্যদল, পাবিপ্রবি প্রেসক্লাব, সলভার গ্রিন, গ্রিন ভয়েস, হেল্প, ইয়োলো ল্যাম্পের কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মীরা এই অভিযানে অংশগ্রহণ করেন। 

পরিচ্ছন্নতা অভিযানের বিষয়টিকে ইতিবাচক বলছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, এই অভিযানে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। সবার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে ছিল। আমি আশা করছি এই অভিযানের পর আমরা ক্যাম্পাস নোংরা করা থেকে বিরত থাকব।

সলভার গ্রিনের সভাপতি সাফিউল মুজনোবীন বলেন, এই ধরনের কার্যক্রম আসলে প্রশংসনীয়। এই ক্যাম্পাস আমাদের এটিকে পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। আশা করি এই ধরনের কার্যক্রম সামনের দিনে অব্যাহত থাকবে। 

ক্যাম্পেইন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান ক্যাম্পেইনে অংশগ্রহণ করা সব সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর