• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু যেদিন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী রোববার (২৯ জানুয়ারি)।
গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও বেরোবি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে রোববার (২৯ জানুয়ারি)। শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগে এই ক্লাস হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে বেরোবিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ২২ ও ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে বরাদ্দকৃত বিষয় অনুযায়ী অবশিষ্ট ভর্তি ফি বিকাশ, রকেট অথবা নগদ-এর মাধ্যমে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। যদি কেউ ২২ ও ২৩ জানুয়ারি ভর্তি হতে না পারে, তাহলে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে বিলম্ব ফি ৫০০টাকা অতিরিক্ত জমা দিতে হবে। এছাড়াও এর সঙ্গে শিক্ষার্থীদের রক্তের গ্রুপও জানাতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর