• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

হত্যা মামলার আসামির সাথে কী করছেন সাইমন সাদিক?

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪  

চিত্রনায়ক সাইমন সাদিক। পরিচালক জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু করেন। পরবর্তীতে ‘পোড়ামন’ সিনেমাতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কাণ্ডে নিজের নাম লিখেয়েছিলেন তিনি। যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করতেন। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাদের সঙ্গে জড়িত ছিলেন না দাবি করে বলেছিলেন, ‘আমাকে উনারা অ্যাড রেখেছিলেন কিন্তু আমার কোনো রিয়্যাকশন ছিল না।’ তবে ‘আলো আসবেই’ গ্রুপে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক করে সেসব অভিনয়শিল্পীদের গ্রুপে যুক্ত করা হয়েছিল। এদিকে যেন বিতর্ক সাইমন সাদিকের পিছু ছাড়ছে না। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত আহমেদ বচনের সঙ্গে ঘুরতে দেখা গেছে। যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার উপর হামলা ও আগুনে পুড়িয়ে ২জনকে হত্যা মামলার আসামি। ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে অভিযুক্ত আসামি রিফাতের সঙ্গে ঘোরাঘুরি করেন এবং খোশ মেজাজে হাসতে হাসতে কথা বলছে। এ বিষয়ে জানার জন্য সাইমন সাদিকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, এদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে হয়েছে।

দৈনিক জামালপুর