• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

৬১ বছর ঘুমান না ভিয়েতনামের এই বৃদ্ধ!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩  

এক দুই বছর নয়, পুরো ৬১ বছর ঘুমাননি থাই এনজক নামে ভিয়েতনামের এই বৃদ্ধ। ১৯৬২ সাল থেকে তাকে কখনো ঘুমাতে দেখেননি তার স্ত্রী ছেলে-মেয়ে।
সম্প্রতি জনপ্রিয় এক ইউটিউবারের কাছে সাক্ষাৎকারে নিজের গল্প শুনিয়েছেন থাই এনজক। এর আগেও তার ঘুম না আসা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল।

থাই এনজকের বয়স এখন ৮০। তিনি দাবি করেন, এক রাতে তিনি জ্বরে পড়েন। তারপর থেকেই তার ঘুম চিরদিনের মতো উধাও হয়ে যায়। তিনি মৃত্যুর আগে অন্তত একবার ঘুমাতে চান।

বিশেষজ্ঞদের মতে, এই রোগের না ইনসমনিয়া বা অনিদ্রা। এর কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু এনজকের তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তিনি দিব্যি সুস্থ সবল আছেন। এই বয়সেও তিনি ঘোরাফেরা, কাজকর্ম, চাষাবাদ সবই করেন। পান করেন গ্রিন টি এবং রাইস ওয়াইন।

থাই এনজক জানান, অনেক কাজ করলেও তিনি ক্লান্ত হন না। বেশি পান করলে এক-দুই ঘণ্টা শুয়ে থাকেন।  

তিনি আরো জানান, তিনি দেশি মদ তৈরির কাজ করেন এবং রাত ২টা৩টা পর্যন্ত ডিউটি করেন। অনেক মানুষ বিদেশ থেকে এসে তার ঘুম না হওয়া পরীক্ষা করে অবাক হয়ে গেছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর