• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

প্রাচীন ইরানি উৎসব ‘নভরোজ’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

ইরানের প্রাচীন উৎসবগুলোর মধ্যে অন্যতম পার্সি নববর্ষ। পার্সি সম্প্রদায়ে নতুন বছরকে বলা হয় ‘নভরোজ’। এটি বসন্তের সূচনাকে বোঝায় এবং স্থানীয় বিষুব-এ উদ্‌যাপিত হয়।
নভরোজে নভ মানে নতুন এবং রোজ মানে দিন। অর্থাৎ নভরোজ শব্দের অর্থ নতুন দিন। আগামী ১৬ আগস্ট ভারতে পার্সি নববর্ষ নভরোজ পালন হবে। এদিন পার্সি সম্প্রদায়ের মানুষ নতুন বছর উদ্‌যাপন করবেন।

গত তিন হাজার বছর ধরে পার্সি সম্প্রদায়ে নভরোজ উৎসব পালিত হয়ে আসছে। আমরা জানি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, বছরে ৩৬৫ দিন থাকে; কিন্তু পার্সি ক্যালেন্ডার অনুসারে বছর ৩৬০ দিনের হয়। শেষ পাঁচ দিন গাথা হিসেবে পালিত হয়, এই পাঁচ দিনে পরিবারের সদস্যরা তাঁদের পূর্বপুরুষদের স্মরণ করেন।

নভরোজের দিন পার্সি ধর্মের অনুসারীরা খুব ভোরে বাড়ির বাইরে রঙ্গোলি দেন, তারপরে বিশেষ খাবার তৈরি করা হয়। এছাড়াও, এই দিনে তাঁরা একে অপরের প্রতি ভালবাসা প্রকাশের জন্য নিজেদের মধ্যে উপহার দিয়ে থাকেন।

দৈনিক জামালপুর