• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জাপান থেকে ঢাকায় এলো করোনার টিকার চতুর্থ চালান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকায় এসে পৌঁছেছে।
শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাবাহী ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালানটি বিমানবন্দরে এসেছে। টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের সাত কর্মকর্তা বিকেল ৩টায় বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

এর আগে, গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান দেশে পৌঁছায়। ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর