• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

২৮-২৯ অক্টোবর দেওয়া হবে টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

সারাদেশে প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে গত ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

ওই ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের আগামী ২৮ এবং ২৯ অক্টোবর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। 

আগামী ২৮-২৯ অক্টোবর টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর আগামী মাস নাগাদ অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। 

টিকা ও জনবল স্বল্পতার কারণে সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত পাঁচ কোটি মানুষকে পূর্ণ দুই ডোজ দেওয়া গেলে অনেকটা স্বস্তি মিলবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর