• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

পিকেএসএফে চাকরির সুযোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘পিপিইপিপি-ইইউ’ প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম : প্রজেক্ট ডিরেক্টর। পদ সংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, অর্থনীতি বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

একাডেমিক পর্যায়ে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা পোস্টডক্টরাল ফেলোশিপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি জার্নালে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই ১৫টি নিবন্ধ প্রকাশিত হতে হবে।


যেকোনো উন্নয়ন বা গবেষণা সংস্থার ব্যবস্থাপনা পর্যায়ের শীর্ষ পদে কমপক্ষে ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া দারিদ্র্য-সংশ্লিষ্ট কোনো প্রজেক্টে টিম লিডার, প্রজেক্ট ডিরেক্টর বা প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কমপক্ষে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।


এছাড়াও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। 

উপস্থাপনা, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পারদর্শী হতে হবে। প্রোগ্রাম মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর। 

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৪,৫০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৩।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর