• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো বাংলাদেশ রেলওয়ে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি এসএসসি পাসে জনবল নিয়োগের জন্য বিশাল বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একটি পদে স্থায়ী ভিত্তিতে মোট ১ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেবে। সেখানে দুটি জেলা বাদে ৬২ জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ ছিল। সংশোধিত নতুন বিজ্ঞপ্তিতে চারটি জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি।
আবেদন গ্রহণ ২৫ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হয়ে চলবে ২ মার্চ ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে, পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ওয়েম্যান
পদসংখ্যা: ১,৩৮৫
গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

বয়সসীমা: ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সংশোধিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আগের বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর