• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

তথ্য অধিদফতরে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

তথ্য অধিদফতর রাজস্ব খাতভুক্ত শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার সরকারের এ দফতর তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে। চলবে ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডে মোট আটটি গ্রেডের ৪৫টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বিভিন্ন পদের বিপরীতে এতে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে স্নাতক সম্পন্নকারীরা। তবে কিছু পদের জন্য কারিগরি দক্ষতার প্রয়োজন হবে। আর কিছু পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আবেদনকারীর সর্বনিম্ন বয়সসীমা ১৮  উল্লেখ করা হয়েছে। তবে কয়েকটি পদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে।

এছাড়া ১৮টি জেলার নাগরিকদের আবেদন না করতে বলা হয়েছে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম, শর্তাবলি এবং পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
http://www.pressinform.gov.bd/sites/default/files/files/pressinform.portal.gov.bd/notices/f45060cb_b09f_40cf_8b6c_66192513841e/2023-01-25-08-48-5d1632a49a59c7b3f0d23a0b29801ab1.pdf

আবেদনের লিংক- http://pid.teletalk.com.bd/ 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর