• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

হঠাৎ কাউকে অজ্ঞান হতে দেখলে আপনি যা করবেন?

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

অতিরিক্ত গরমের কারণে মানুষের শরীরে পানিশূন্যতা বা লবণশূন্যতার কারণে আচমকা জ্ঞান হারাতে বা অজ্ঞান হতে পারে। কাউকে জ্ঞান হারাতে দেখলে সেই মুহূর্তে আপনি কী করতে পারেন? 

কয়েকটি পরামর্শ:

বোঝার চেষ্টা করুন শ্বাস-প্রশ্বাস চলছে কি না। আক্রান্ত ব্যক্তিকে সোজা করে শুইয়ে দিন। সংজ্ঞা না থাকলে একটু একদিকে কাত করে রাখুন, চিৎ বা উপুড় না করে। এতে মুখে জমা লালা গলায় আটকে যাবে না। নিশ্বাস বন্ধ থাকলে মুখে মুখ লাগিয়ে জোরে বাতাস দিতে পারেন।
 
ব্যবহৃত পোশাক ঢিলা করে দিন। পা দুটো একটু উঁচু করে দিন। মাথা পেছন দিকে কাত করে থুতনি উঁচু করে ধরুন। দেখবেন বুক ওঠানামা করছে কি না। রক্তচাপ কম থাকলে পায়ের দিক উঁচু করে দিন।

অচেতন ব্যক্তিকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না।

মুখে পানি দেবেন না, স্যান্ডেল জুতা মুখের কাছে ধরার দরকার নেই।

খিঁচুনি হতে থাকলে চেপে না ধরে খোলামেলা জায়গায় কাত করে শুইয়ে রাখুন।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর