• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গ্রীষ্মের ঈদে পরছেন সুতির পোশাক, সঠিকভাবে যত্ন নিচ্ছেন তো?

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩  

আমাদের দেশে গ্রীষ্ম আসে সূর্যের প্রচন্ড দাবদাহ নিয়ে। আর গ্রীষ্মকাল মানেই সুতির পোশাক। চাঁদিফাটা রোদে আর চ্যাটচ্যাটে ঘাম গায়ে সুতির পোশাকই আরামদায়ক।
আর এই নরম সুতির পোশাকই গ্রীষ্মের ঈদে পরলে আরামের মাত্রা বেড়ে হবে দ্বিগুণ। অতএব কীভাবে সুতির পোশাকের যত্ন নেবেন, রইল টিপস-


> সুতির যে পোশাকগুলো পাতলা হয়, সেগুলো যত্নের সঙ্গে রাখতে হয়। খুব বেশি ঘষে বা আছাড় মেরে কাচলে ছিঁড়ে যেতে পারে। যদিও এখন বেশিরভাগ মানুষের জামাকাপড় কাচার ভরসা ওয়াশিং মেশিন। তবু সুতির জামাকাপড় কাচলে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে ঠান্ডা পানিতে লিক্যুইড সাবান গুলে সুতির পোশাকগুলো ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পর থুপে কেচে নিন কিংবা ওয়াশিং মেশিন দিয়ে কেচে ফেলুন।

> গরমে প্রতিদিন জামাকাপড় কাচা উচিত। যেহেতু গরমে ঘাম হয়, এতে জামাকাপড়ে দুর্গন্ধ ছাড়ে এবং জীবাণু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই সুতির পোশাক একদিন পরে কেচে ফেলতে পারেন। কিন্তু খুব বেশি নোংরা করবেন না। এতে দাগ বসে যাবে এবং চেপে কাচলে কাপড় নষ্ট হয়ে যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর