• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেশে করোনা পরিস্থিতি খারাপ হলে বইমেলা বন্ধ হতে পারে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১  

করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হলে অমর একুশে বইমেলার বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
সোমবার বাংলা একাডেমিতে মেলা নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, এখন পর্যন্ত করোনা পরিস্থিতি থাকলে বইমেলা মাসব্যাপী চলবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করেছি, করোনা পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে বইমেলা হয়তো বন্ধও করে দেয়া হতে পারে।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা মেলায় দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করবো, তারপরও যদি পরিস্থিতি খারাপ থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা মেলা বন্ধ করবো।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর