• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

‘জন্মশতবর্ষে  বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বুধবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সম্পাদনায় এবং সচিব মো. খলিলুর রহমানের পৃষ্ঠপোষকতায় ৪৮০ পৃষ্ঠার গবেষণাধর্মী ও তথ্যসমৃদ্ধ গ্রন্থটিতে জাতীয় জীবনের ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্পৃক্তি তুলে আনা হয়েছে।

সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগমন্ত্রী ‘জন্মশতবর্ষে  বঙ্গবন্ধু’শীর্ষক বইটিকে তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের অভিযাত্রায় একটি ঐতিহাসিক দলীল হিসেবে উল্লেখ করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত সচিব মো. মাহবুব উল আলম সঞ্চালনা করেন।  

টেলিযোগাযোগমন্ত্রী বলেন  বইটিতে উঠে এসেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণার বার্তাটি মগবাজার টিএন্ডটি অফিস থেকে সলিমপুরে টান্সফার করার গুরুত্বপূর্ণ তথ‌্য। জাতির পিতার হাত ধরে প্রযুক্তিতে শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ‌্যমে বঙ্গবন্ধু বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিমণ্ডলে অন্তর্ভুক্ত করার বিষয়টি আমাদের তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের প্রচেষ্টার সূচনা ছিল। তথ‌্য উপাত্তের মাধ‌্যমে বইটিতে তুলে আনা হয়েছে বাঙালির অগ্রযাত্রার সেই সোপান।

জাতীয় জীবনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গুরুত্বের বিষয়টি ইতিহাসের অংশ হয়ে থাকবে বরে মন্ত্রী উল্লেখ করেন।

পরে মন্ত্রী ২০২২ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশিত অপর ৫টি ডাক আইন, টেলিকম আইন, এসডিজি ও ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর