• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বইমেলায় পুলিশ লেখকদের স্টল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বই নিয়ে বইমেলায় বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টল। বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে এ স্টল। পুলিশ লেখকদের লেখা বই নিয়ে সাজানো হয়েছে এ স্টল।
ডিএমপির নামে স্টল হলেও শুধু ডিএমপির পুলিশ সদস্যের লেখা বই নয়, স্টলে শোভা পাচ্ছে দেশের অন্যান্য প্রান্তের পুলিশ লেখকদের বইও। স্টলে রয়েছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনাসহ নানাধর্মী বই।

স্টল কর্মী পুলিশ সদস্য আশিক খান জানান, এ স্টলে ঢাকাসহ অন্যান্য জায়গার পুলিশ লেখকদের বই রয়েছে। কিছু বই মেলায় সাড়াও ফেলেছে।

তিনি আরো জানান, পুলিশের চাকরিটা হলো দেশসেবার কাজ। সারাদিন ডিউটির চাপ সামলাতে গিয়ে জীবনটা হয়ে পড়ে যান্ত্রিক। এর ভেতর দিয়ে সাহিত্য রচনা একেবারে সহজ কাজ নয়। যেসব পুলিশ সদস্য এসব সাহিত্য রচনা করেন, তারা নিশ্চয়ই অসাধারণ কিছু করে থাকেন।

কেমন সাড়া মেলছে স্টলে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এবারের মেলায় ভালো সাড়া মেলছে। মিরপুর মডেল থানার ওসি মো. মহসিনের লেখা ‘হ্যালো পুলিশ স্টেশন’ বইটা ভালো সাড়া জাগাতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকেই বইমেলায় থাকে পুলিশের স্টল। সাধারণত ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে স্টল দেওয়া হয়ে থাকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর