• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনা ভাইরাস রোধে আসছে নতুন সিদ্ধান্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

সারাদেশে বেড়েই চলেছে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ। কোনোভাবেই কমানো যাচ্ছে না করোনার ভয়াবহতা। অপরদিকে বাংলাদেশ সরকার কর্তৃক দেয়া লকডাউন ও বিধিনিষেধ মানছেন না অনেকেই। এ অবস্থায় করণীয় ঠিক করতে আগামীকাল মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বৈঠকে অংশ নিতে এরই মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতর, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

বৈঠকের কার্যসূচিতে বলা হয়েছে, বিধি-নিষেধ কার্যক্রম পরিচালনা ও টিকাপ্রদান জোরদার বিষয়ে আলোচনা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর