• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

পদ্মায় টানেল নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে জানালেন সেতুমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

পদ্মা নদীর নাব্যতা ধরে রাখতে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের পরিবর্তে টানেল নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান।

সেতুমন্ত্রী বলেন, নদীতে অধিক সেতু নির্মাণ করা হলে নাব্যতা সংকট দেখা দেয়। তাই দৌলতদিয়া থেকে পাটুরিয়া পর্যন্ত আমরা সেতুর পরিবর্তে টানেল নির্মাণ করবো। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার ফুলছড়ি পর্যন্ত আরেকটি টানেল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হচ্ছে। সেটার কাজ প্রায় শেষের পথে।

তিনি বলেন, গাজীপুর থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে এলেঙ্গা, রংপুর থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে।‌ চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। সিলেট মহাসড়কেরও কাজ চলছে পুরোদমে।

মন্ত্রী আরো বলেন, দেশের ৪ মেগা প্রজেক্টের কাজ প্রায় শেষের দিকে। এগুলো উদ্বোধন করা হলে দেশের চিত্র পাল্টে যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর