• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেট্রোরেলের স্টেশন ফুটপাতে চলাচলে বাধা হবে না

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ মে ২০২২  

মেট্রোরেলের স্টেশনের কারণে ফুটপাতে চলাচল বাধাগ্রস্ত হবে না। নতুন করে জমি অধিগ্রহণ করায় কাজীপাড়া-শেওড়াপাড়া স্টেশনে ওঠানামার সিঁড়ি নিয়ে জটিলতা কেটে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের কাজ শুরুর আগেই এ সিদ্ধান্ত নিলে বাড়তি খরচ হতো না।

নকশা অনুযায়ী মেট্রোরেলের স্টেশনের সিঁড়ি আর লিফট হবে ফুটপাতের ওপর। এতে ফুটপাতের প্রায় ৭০ ভাগ চলে যাবে সিঁড়ির দখলে। যা পথচারী চলাচলে বাধা হতে পারে। বিশেষজ্ঞরা একে মারাত্মক ভুল বললেও শুরুতে তা আমলে নেয়নি কর্তৃপক্ষ।

প্রায় এক যুগ পর সেটি উপলব্ধি করলো মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের মধ্যে সিঁড়ি নিয়ে বেশি জটিলতা দেখা দিয়েছে কাজীপাড়া ও শেওড়াপাড়ায়। এ সমস্যা সমাধানে নতুন করে জমি অধিগ্রহন করা হচ্ছে। যে কারণে খরচ বাড়ছে আরো।

মেট্রোরেল স্টেশন যাতে পথচারীদের নির্বিঘ্নে চলাচলে কোনো বাধা সৃষ্টি না করে সেজন্য একটি সমন্বিত পথ বের করা হয়েছে। দেরিতে সিদ্ধান্ত নেয়া হলেও সঠিক বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এরই মধ্যে মেট্রোরেলের ১২ সেট ট্রেন দেশে এসেছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ১৬ ডিসেম্বর বাণিজ্যিক চলাচল শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়েই মেট্রোরেল চালু করতে বদ্ধ পরিকর কর্তৃপক্ষ। বাণিজ্যিক চলাচল শুরু হলে প্রতিদিন প্রায় ৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। এতে অসহনীয় যানজট থেকে অনেকটা মুক্তি পাবে নগরবাসী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর