• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নিত্যপণ্যের দাম কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

চাল, ডাল, ভোজ্যতেল, আটাসহ নিত্যপণ্যের দাম যথাসম্ভব কমানোর সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা শেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মনিটারিং জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। 

বৈঠকে বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম অংশ নেন। বৈঠকে কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, বীরেন শিকদার ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের সময় বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পগুলোর ওপর আএমইডির মূল্যায়ন প্রতিবেদন বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ৬টি কমপ্লায়ান্স প্রতিবেদন পাওয়া না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। আগামী এক মাসের মধ্যে প্রতিবেদনগুলো কমিটির কাছে পাঠানোর সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে সারাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর অগ্নিনির্বাপণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উত্থাপনের নির্দেশনা দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর