• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

সুন্দরবনে বাঘ গণনায় ক্যামেরা বসানো শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ‘বাঘ সংরক্ষণ প্রকল্পের’ আওতায় বাঘ গণনা শুরু হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে গণনার ফলাফল প্রকাশ করা হবে। রবিবার ১ জানুয়ারি থেকে ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। সুন্দরবনের কালাবগি ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকা থেকে এ গণনা শুরু হয়েছে বলে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানিয়েছেন।

বন বিভাগ জানায়, বাঘ গণনার জন্য প্রথমে নদী-খাল জরিপ করে ও বাঘের পায়ের ছাপ দেখে এলাকা নির্ধারণ করে এ হাজারের অধিক ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘের ছবি তুলে বৈজ্ঞানিক ভিত্তিতে বিশ্লেষণ করে সংখ্যা নির্ধারণ করা হবে। এ জন্য ৩ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার অনুমোদন হয়েছে। 

গত ২৩ মার্চ ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। চলতি বছরের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। প্রকল্পে দুটি অংশ রয়েছে- একটি হলো বাঘ গণনা ও অন্যটি বাঘ সংরক্ষণ। বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান (২০০৯-২০১৭), ২০১০ সালের বিশ্ব বাঘ সম্মেলনের অঙ্গীকার, দ্বিতীয় টাইগার অ্যাকশন প্ল্যান (২০১৬-২০২৭) ও গ্লোবাল টাইগার ফোরামের সিদ্ধান্তের আলোকে দেশে বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং সুন্দরবনের বাঘ সংরক্ষণ ও এর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় বাঘ সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর