• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নতুন শিক্ষাক্রম অনুযায়ী ২০২৬ সালে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছর থেকে ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। ২০২৪ সালে নবম শ্রেণিতেও চালু করা হবে। এ কারণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষাও নতুন শিক্ষাক্রম অনুযায়ী নেয়া হবে।
সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) আয়োজিত ‘স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে চালু হবে। ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। এছাড়া উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে।

তিনি আরো বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন প্রক্রিয়াটি এ বছর থেকে চালু হচ্ছে। শিক্ষার্থীরা দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছে। তবে শিক্ষক ও অভিভাবকদের এর নানা দিক বুঝে উঠতে একটু সময় লাগবে।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর