• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বিএসএমএমইউতে সফল অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া লাগানো শিশু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

আরেকটি সাফল্যের দেখা পেল দেশের চিকিৎসাবিজ্ঞান। একদল চিকিৎসকের দীর্ঘ তিন মাসের নিরলস প্রচেষ্টায় জটিল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু আবু বকর ও ওমর ফারুককে সফলভাবে আলাদা করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সম্পন্ন হয় এ অস্ত্রোপচার। সফল এ অস্ত্রোপচারে আনন্দিত চিকিৎসকরা বলছেন, এর মাধ্যমে দেশের চিকিৎসা খাত এগিয়ে গেল আরো এক ধাপ।

ভ্যানচালক বাবা শহর আলী ও মা চায়না বেগমের ঘরে জন্ম নেয় যমজ শিশু আবু বকর ও ওমর ফারুক। তবে স্বাভাবিক যমজ নয় তারা। জোড়া লাগানো ছিল শিশু দুটির বুক।

বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে গত ৫ জুলাই শিশু দুটিকে বিএসএমএমইউ-এর শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়। এরপর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ২০ সেপ্টেম্বর হয় সফল অস্ত্রোপচার।

দেশের বাইরে এমন অস্ত্রোপচারে খরচ পড়ত কম করে হলেও ২৫-৩০ লাখ টাকা। বঙ্গবন্ধু মেডিকেলে যা সম্পন্ন হয় মাত্র ৩ লাখ টাকায়। যদিও পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মের পর সন্তানদের নিয়ে মহাসংকটে পড়ে গেলেও এখন কেটে গেছে কালো মেঘ। আর তাই দুই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন বাবা-মা। এই দুই শিশু ছাড়াও জোড়া লাগানো আরো দুই জোড়া শিশুর চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর