• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

পাট উপদেষ্টার সঙ্গে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
এম সাখাওয়াত হোসেনের সঙ্গে তারা আজ দুপুরে মন্ত্রণালয়ের অফিসকক্ষে শোষণ মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের দাবীসমূহ তুলে ধরেন।
শিক্ষার্থীরা ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক করা, তাদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা, একাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাসের জন্য নতুন ভবন নির্মাণ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চকে (নিটার) সরকারী করার দাবী জানান ।
এম সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের দাবীগুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং যৌক্তিক দাবীগুলো সংশ্লিষ্টদের সঙ্গে  নিয়ে পূরণ করবেন বলে জানান ।  
এ সময়  বিটিএমসি চেয়ারম্যান বিগ্রে. জেনারেল জিয়াউল হক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর