• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ডিম-ব্রয়লারের দাম মনিটরিংয়ে একদিনে ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪  

ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ডিম, ব্রয়লার মুরগি, পিঁয়াজ, রসুন, আলু, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতর। অভিযানে ১২০টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দেশের ৫৪টি জেলায় অধিদফতরের ৫৭টি টিম এ অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

দৈনিক জামালপুর