• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহের দু’টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মে ২০২১  

জামালপুরের মেলান্দহ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে ৮ নম্বর ফুলকোচা ইউনিয়ন ও ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট ঘোষণা করা হয়।

৮ নম্বর ফুলকোচা ইউনিয়ন পরিষদের রাজস্ব ১৬ লাখ ২০ হাজার ৯৩০ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে উন্নয়ন বাজেট ১ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৯৭০ ও উদ্বৃত্ত ৯০ হাজার ৬৬০ টাকা।

ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও ইউপি সচিব মো. আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মামুনুর রশিদ মামুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলেয়া, ইউপি সদস্য আয়েশা, মর্জিনা, সোলায়মান কবির, বাদশাদ্দুজাহান মতি, মিজানুর রহমান, উদ্যোক্তা মো. আশরাফ আলী প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অপর দিকে একই দিন বিকেল ৩টায় উপজেলার ৯নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ওবায়দুর রহমান সভাপতিত্ব করেন। ২০২১-২২ অর্থ বছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা। ব্যয়- ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা। উদ্বৃত্ত ১ লাখ ৮৩ হাজার ৭০০ টাকা।

ইউপি সচিব সামসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাচ্চু, মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সেক্রেটারি শেখ ফরিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমা আক্তার জীবন, ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর