• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কঠোর অবস্থানে সরিষাবাড়ী থানা পুলিশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে“করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন  হউন নিজে বাচুন, অন্যকে বাচান” “ জরুরী প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন সামাজিক দুরত্ব বজায় রাখুন” স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করে সরকারি নির্দেশনা মানাতে দোকান ও জন সমাগম বন্ধ করতে কঠোর অবস্থানে সরিষাবাড়ী থানা পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত থানার ওসি মীর রকিবুল ইসলাম ও ওসি (তদন্ত) মুজিদ এর নেতৃত্বে উপজেলার আরামনগর বাজার, শিমলা বাজার,বাউশী বাজার সহ কয়েকটি বাজারের দোকান বন্ধ করে দেওয়া হয়।

 

বিভিন্ন জেলার মত সরিষাবাড়ীতেও করোনা আক্রান্ত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ অবস্থায় উপনীত হয়েছে। উপজেলায় প্রতিদিনই এ রোগে আক্রান্ত এর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এদিকে রোববার পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪ জন।

 

জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে। পুলিশের পক্ষ থেকে মাইকে অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়া ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। থানা পুলিশ অব্যাহত রেখেছে টহল। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর