• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তন থেকে উপজেলার কৃষি অধিদপ্তর আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কর্মসূচির আওতায় রোপা আমন চাষবৃদ্ধির লক্ষ্যে ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, কৃষিবিদ আবুল হোসেন রাজু, উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান মুকুল প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, আজ ৪৬০ জন কৃষক ২ কেজি করে হাইব্রীড ধান, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পেয়েছে। ২৪০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর