• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে কঠোর লকডাউন অব্যাহত রাখতে মাঠে প্রশাসন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

সরকার ঘোষিত অনুযায়ী ৩য় দিনে লকডাউন কার্যকর রাখতে প্রশাসনের কঠোর নজরদারীতে রয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি। ৩ জুলাই সকাল থেকে পৌর শহর ও বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ও বিজিবি। হ্যাণ্ডমাইকে প্রচার হচ্ছে বিনা কারণে স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হলেই করা হবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা। সকাল থেকে লক্ষ্য করা গেছে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো যানবাহন ও জনসাধারণ শূন্য। কাচাঁ সবজি দোকান ও ওষুধের ফার্মেসি ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। টিপটপ বৃষ্টিকে তোয়াক্কা না করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ অভিযান পরিচালনা করেন। মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, লকডাউন কার্যকর করতে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রাখা হয়েছে, এ ছাড়াও পুলিশ টহল অব্যাহত রয়েছে। ইউএনও আব্দুল্লাহ বিন রশীদ জানান, সরকারি বিধি নিষেধ অমান্য করে কেউ স্বাস্থ্যবিধি না মেনে অপ্রয়োজনে বাসার বাইরে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, সহাকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর