• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে আকবর বাহাদুরকে নিয়ে বিপাকে কৃষক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে কোরবানির পশু আকবর বাহাদুর

মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে কোরবানির পশু আকবর বাহাদুর

করোনার প্রভাবে জামালপুরের মেলান্দহে কোরবানি গরু আকবর বাহাদুরের বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন এক কৃষক। তিনি মালঞ্চ গ্রামের মরহুম আঃ সোবহান মন্ডলের ছেলে বীরমুক্তিযোদ্ধা আলহাজ সাইদুর রহমান লেবু। আকবর বাহাদুরের উচ্চতা ৫ফুট ৩ইঞ্চি, দৈর্ঘ্য ৫ফুট ৯ইঞ্চি এবং বেড় ৭ফুট ৮ইঞ্চি। দুই বছর দুই মাস ১০দিন বয়সী আকবর বাহাদুরের ওজন প্রায় ১হাজার কেজি। 

 

লেবু জানান-করোনায় লকডাউনের প্রভাবে বাহাদুরকে বাজারে বিক্রির সুযোগ পাওয়া যাচ্ছে না। নিভৃতপল্লীতে বসবাস করে অনলাইনেও বিক্রির কোন নিয়ম কানুনও জানেন না। আবার অনলাইনে বিক্রির নামে প্রতারণার ফাঁদে পড়ার আশংকাকেও ভয় পাচ্ছেন এই কৃষক। ওদিকে কোরবানির ঈদ ঘনিয়ে আসলেও করোনার কারণে হাট-বাজারে পশু বেচা-কেনারও কোন সাড়া মিলছে না। প্রতিদিন আকবরের খাদ্য বাবদ খরচ হচ্ছে প্রায় ১হাজার টাকা। 

আকবর বাহাদুরের খবরাখবরে বিভিন্ন এলাকা থেকে মানুষ লেবুর বাড়িতে আনাগোনা করছে। ইতোমধ্যেই আকবর বাহাদুরকে কেনার জন্য ১০ লাখ টাকার কাছাকাছি দাম ওঠেছে। লেবুর ইচ্ছা বাহাদুরকে ১২ লাখ টাকায় বিক্রি করবেন। আগ্রহী ক্রেতাদের  ০১৭২১৩৬১৩৪৭ যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর