• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জের অজগরটির ঠাঁই হলো বন বিভাগের খাঁচায়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

অবশেষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জালে ধরাপড়া ১০ ফুট লম্বা অজগরটির স্থান হলো বন বিভাগের খাঁচায়। ১৩ জুলাই বিকালে শেরপুর বন বিভাগের রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি দল অজগর সাপটিকে উদ্ধার করে শেরপুর নিয়ে যায়। এর আগে মাদারগঞ্জ থানা পুলিশ সাপটিকে উপজেলার তারতাপাড়া গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

শেরপুর বন বিভাগের রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এই লোকালয়ে অজগরটি থাকার কথা নয়। কোন বন্যার সময় এটি ভারতের আসাম থেকে এখানে আসতে পারে। কোন ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অভুক্ত এই অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে আসতে পারে।

উল্লেখ যে, ১৩ জুলাই ভোরে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া নতুন বাজার এলাকার কৃষক মুসলিম উদ্দিনের সুপারী বাগানের ঘের দেওয়া জালে আটকে পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর। এই প্রথম মাদারগঞ্জে অজগর এর দেখা পাওয়া গেলো। শত বছরেও এই অঞ্চলে অজগর উদ্ধারের কোন ইতিহাস নেই। জীবিত অজগরটি দেখতে শত শত উৎসুক জনতা ভীড় করে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর