• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন ক্যাম্প উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধনের ক্যাম্পেইন কাজ উদ্ধোধন করা হয়েছে। ২৫ জুলাই উপজেলার ৮টি ইউনিয়নে ও পৌরসভায় একযোগে ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ। এ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।

জানা যায়, সাধারণ মানুষের মধ্যে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করতে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে মোট ৯টি ক্যাম্প করা হয়েছে। এ ৯টি স্পটে ক্যাম্পেইনের মাধ্যমে ভ্যাকসিনের নিবন্ধনের কাজ শুরু করা হয়। ৫০ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি স্পটে। এ স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে উপজেলার প্রতিটি গ্রামে ও মহল্লায় মহল্লায় গিয়ে নারী-পুরুষদের ভ্যাকসিনের আওতায় আনার বিনামূল্যে নিবন্ধনের জন্য সহায়তার কাজ করে আসছেন। এ ভ্যাকসিনের নিবন্ধনের কাজ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে।

ক্যাম্পেইন উদ্ধোধনীতে উপস্থিত ছিলেন বীর বিক্রম আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা হাসেন সরকার, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামনু প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর