• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে সাংবাদিক পরিবারের উপর হামলাকারী রাসেলের জামিন নামঞ্জুর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার স্ত্রীর উপর হামলাকারী বধুয়া গার্মেন্টস এর মালিক রাসেল খন্দকারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। 
মঙ্গলবার দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানভিন আহামেদ এ আদেশ দেন।
জামালপুর কোর্ট পুলিশের জিআরও শাহাজান মিয়া এ তথ্য দেন।
এর আগে সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন সাংবাদিক নাদিম। মামলা নং-৩০।
প্রসঙ্গত, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও রোববার বকশীগঞ্জ বাজারের বধুয়া ফ্যাশন নামের দোকানটি খোলা রেখে পণ্যবিক্রি করছিল। বিষয়টি সাংবাদিক নাদিমের নজরে এলে দোকানটির ছবি তুলে তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ নিয়ে ওই দোকানের মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে সাংবাদিক নাদিমের ওপর ক্ষুব্ধ হয়।
সোমবার দুপুরে উপজেলার গোয়ালগাঁও কমিউনিটি ক্লিনিক থেকে স্ত্রী মনিরা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইলে বাসায় ফিরছিলেন নাদিম। পথে বধুয়া ফ্যাশনের সামনে দিয়ে আসার সময় দোকান মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে তাদের পথরোধ করে মারধর শুরু করেন। পরে বকশীগঞ্জ থানা পুলিশ রাসেলকে আটক করে কোর্টে প্রেরণ করে। 
মঙ্গলবার আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় বিজ্ঞ আদালত।
সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর উপর হামলাকারী রাসেলের জামিন নামঞ্জুর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর