• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১  

জামালপুরের মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

শনিবার  ইসলামপুর ফকিরপাড়া পাইলিংঘাটে এই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে প্রবীর কর্মকার,অমল ও ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সামছুল হক অভিযোগ করে বলেন, শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন” অমান্য করে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রির ফলে সেতুর ক্ষতিসহ নদের তীরে বসতবাড়ী ও জেগে উঠা ফসলী জমি ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে। 

 

ফলে এলাকাবাসী জরুরী ভিত্তিতে প্রশাসনের নিকট নদ থেকে অবৈধ ড্রেজারে খণিজ সম্পদ বালু উত্তোলন বন্ধের দাবী জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর