• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে বেকারি মালিককে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

জামালপুরে মেলান্দহ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক রং ও পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরির দায়ে মদিনা বেকারির মালিক হানিফ উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১ আগস্ট সকালে মেলান্দহ পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের পাশে ওই বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সিরাজুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক রং ও পাউডার মিশিয়ে ভোগ্যপণ্য তৈরি করে আসছিলেন মদিনা বেকারির মালিক। এমন তথ্যের ভিত্তিতে ওই বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগ্যপণ্য তৈরির দায়ে বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর