• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

১১ আগষ্ট পাক সেনাদের জাহাজে অগ্নিসংযোগকারী গামাকে সংবর্ধনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

১৯৭১ সালের ১১ আগষ্ট পাক সেনাদের অস্ত্র বোঝাই জাহাজে অগ্নিসংযোগ ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামাকে সংবর্ধনা দিয়েছে জামালপুর জেলা প্রেসক্লাব।


আজ দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাক সেনাদের জাহাজে অগ্নিসংযোগ ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামা। 


এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, এম এ জলিল প্রমুখ। 


এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১১ আগষ্ট যমুনা নদীতে পাকিস্তানী সেনাদের অস্ত্র ও গুলি বোঝাই তিনটি জাহাজে অগ্নিসংযোগ করেন তিনি। তার বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশের স্বাধীনতাকে তরান্বিত করে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর